Quantcast
Channel: Uddipan
Viewing latest article 23
Browse Latest Browse All 104

অর্জুন-উর্বশী সমাচার

$
0
0

 

অর্জুন-উর্বশী  সমাচার  

শরদিন্দুবিশ্বাস
গড়িয়া, কোলকাতা, ১৭/১১/২০২৩

 

উর্বশী

আহাকীমোহিনীরূপওগো প্রিয়তম  

মন্মথশরে বিদ্ধ হৃদয় আমার !

গন্ধর্ববিদ্যায় শ্রেষ্ঠা অমরলোকে আমি

ত্রিদশাধিপতি তাই পাঠালেন আমায়

স্নিগ্ধ শীতল জলে স্নান শেষ করে

গন্ধ, মাল্যে সূক্ষ্ম বস্ত্রে সাজিয়েছি তনু

মেঘমালা সম এই দীর্ঘ কেশপাশ

শশধর লজ্জিত হয় বদন দর্শনে

পীনোন্নত পয়োধর গিরিশৃঙ্গ সম

মনোহর কটিদেশ হৃদয় হরণী

ঋষিচিত্ত মনোহারী পৌর কামিনী

অর্জুন সকাশে আমি গরবী উর্বশী।

 

অর্জুন

হে আনন্দময়ী অপ্সরাপ্রবরে

প্রনমি তোমারে মাতা, আদেশো দাসেরে
কি নিমিত্ত আগমন, বল শীঘ্র করি
পালন করব আমি অবনত শিরে ।

 

উর্বশী

অদ্ভুত তোমার এই নম্র সম্ভাষণ

অদ্ভুত তোমার এই আত্ত বিবেচনা!  

 

অর্জুন

আপনি আমার গুরু, পিতার রক্ষিতা

কুন্তি, মাদ্রি শচীর ন্যায় আপনিও মাতা।

 

উর্বশী

দিব্যাস্ত্রের শিক্ষা নিতে এসেছো এখানে

একে একে যুদ্ধাস্ত্রের পেয়েছ সন্ধান

মোহিনী, গন্ধর্বকলা, নৃত্য, বাদ্য, গীত

আমারে দিলেন ইন্দ্র শিখাতে সে ভার।  

 

অর্জুন
ভুলি নাই সেই দিন, সেই শুভক্ষণ

গন্ধর্ব চিত্রসেন আয়োজিত সভা
মনোরম সুরলোকে মহেন্দ্র সকাশে

মহোৎসবে সমাগত ভানু, শশধর

সমাগত আদিত্য, রুদ্র, অশ্বিনীকুমার

অষ্টবসু, চারণ, সিদ্ধ, রাজ ঋষিগণ

মোহময় মোদির আলো ঘেরে চারিধার
সুললিত কন্ঠে গীত সুমধুর গান

বিশুদ্ধ বীনাবাদন তালবাদ্য যোগে
অপ্সরা শ্রেষ্ঠা তুমি ত্রিলোক বন্দিতা।

উর্বশী

আমি যেন বাঁধনহারা মত্ত বিহঙ্গমী

প্রবল ঝড়ের মুখে মেলে দুই ডানা

ছিন্ন করে সুক্ষ বস্ত্র দিব্য দেহ ধরি

বিলিয়ে দিলাম সুখে যা ছিল আমার।

 

অর্জুন
ভুলিনি ভুলিনি সেই অপূর্ব শবরী

প্রতিটি বিভঙ্গ আছে মনোলোকে গাথা

তাই তো শিখেছি আমি গুরুর সকাশে

নৃত্য, গীত, তালবাদ্য চৌষট্টি কলা।

 

উর্বশী
গুরুকে ছাড়িয়েছো তুমি, অনায়াস ক্লেশে

প্রতিভার পূর্ণ প্রকাশ রেখেছ সদনে

আন্দোলিত অপ্সরাগণ পেতে সন্নিধান

তোমারে কামনা করে হৃদে অনুক্ষণ!

 

অর্জুন 
শিস্য কভু বড়ো নয় গুরু কৃপা ছাড়া

যত বড় হোক শিস্য   ঋণী অনুক্ষণ

আমার যে সফলতা সে তোমার দান

গন্ধর্বকলায় তুমি সর্বশ্রেষ্ঠ মানি।   

উর্বশী
তুমি কি অপ্সরা হবে সুরলোক মাঝে

শাসন করবে এই অমর কানন

কি ভাবে জিনিব আমি দেব সুরগ্ণে
অসম্ভবকে যে ভাবে তুমি করেছো সাধন!

 

অর্জুন

কোন কাজ অসাধ্য নয় জানি ত্রিভুবনে

যতনে মননে হয় অসাধ্য সাধন

আমি শুধু নিবিড় চিত্তে করি লক্ষ্যভেদ

কর্মযোগে ফললাভ সম্ভব হে দেবী

 

উর্বশী  
কেন তুমি দেবী, দেবী সম্ভাষো আমারে

উর্বশী আমার নাম। ডাক নাম ধরি

অর্জুন  
সম্ভব নয়, সম্ভব নয়, নাম ধরে ডাকা

প্রনম্য, পূজনীয়া তুমি জননী সমান

 

উর্বশী

অসম্ভব নয় কিছু বল কোন মুখে  
পারলে না  নাম ধরে ডাকতে আমায় !

 

অর্জুন

শিষ্টাচারের গণ্ডি অতিক্রম করা  
অবাঞ্ছনীয় অপরাধ ও হে দেবাঙ্গনা  

আমি মানব, অমানবীয় আচরণ
সম্ভব নয় দেবী।

 

উর্বশী  
তোমার চিত্ত চঞ্চলিত, শঙ্কিত এই ভেবে

দেবলোকে শঙ্কা নেই

মরণশীল তুমি, দেবলোক অচঞ্চল অমরত্ব বলে

বল, কি কারণে হৃদয় চঞ্চলিত হয় ?

 

অর্জুন

চিত্ত চঞ্চলিত হয় নতুনের খোঁজে

কিছু চাওয়া, কিছু পাওয়া নিত্য পথ  চলা

এটাই তো জীবন ধারা দিক নির্দেশিকা

লক্ষ্যে পৌঁছানোর এই চিরন্তন খেলা

 

উর্বশী
 অসীম লক্ষ্য তোমার অনন্ত সে চলা

আমার লক্ষ্য তুমি, আপন করে পাওয়া 
গ্রহণ করো হে নর আমার ভালবাসা

নিবিড় করে বাঁধ আমায় দু’বাহু বন্ধনে।

 

অর্জুন
অসম্ভব মাতা! অসম্ভব এ কাজ !

উর্বশীঃ      
আমি কি যোগ্য নই তোমার হে প্রিয়
আমি কি সুন্দরী নই, নই মনোলোভা ?

 

অর্জুন
সুন্দর, সুন্দর তুমি অতীব সুন্দর
তপস্যির তপভঙ্গ এমন মাধুরী
আমি তপস্যি নই, প্রেমিকও নই 
তোমার কাছে পেতে চাই সুমাতার স্নেহ

উর্বশী

বলছ কী বারবার? মাতা, মাতা, মাতা   
আমি কারো মাতা নই, নই আমি দেবী
অপ্সরা কক্ষনো কারো পত্নী না হয়

দেহ সৌন্দর্যে বাঁধা আমি অনুভূতি

অমরলোকের প্রভূ ধেয়ানে সদাই  

আমার সঙ্গ পেতে দীর্ঘ প্রতিক্ষায়

লাইনে দাঁড়িয়ে থাকেন যত তপধন     

তুমি মরণশীল, মর্তলোকবাসী

   আমাকে অবজ্ঞা করো কী সাহস বলে!

 

অর্জুন  
তুমি আমার মাতা, পিতার সদনে,
গুরুপত্নী, মাতার সাথে
এমন অজাচার!

এ অন্যায়, এ অন্যায় ঘোরতর পাপ !

নরলোকে এই পাপ সবে না কখন 
ঘৃণিত, নিন্দিত হবে আমার পৌরুষ

মাতার সাথে কামকেলি বিশ্বাস না হয়!  

উর্বশী

এটা যে স্বর্গলোক, নরলোক নয়  

পৃথিবীর কোন নীতি শোভেনা এখানে

সুরলোক জানেনা যে মাতা কারে কয়

কে বা দুহিতা, কে ভগ্নী পরিচয়

এখানে শুধুই নারী, শুধুই পুরুষ

পাপ নেই, পুন্য নেই, নেই কর্মফল

শুধুই শরীর আছে শরীরের তরে

মুগ্ধ আমি তোমার ঐ শরীর বিতানে

তৈরি হও শরীরসুধা বিলাব তোমারে

 

অর্জুন
অসম্ভব, অসম্ভব দেবী, অসম্ভব এ কাজ


উর্বশী

তবে কেন খুঁজেছিলে আমায়

সুরালোকে সমাগত শশধর মাঝে
কি দেখেছিলে অনুক্ষণ দুটি চোখ মেলে

কি অন্বেষণ করছিলে শরীরে আমার ?

 

অর্জুন
পৌরবংশ জননী তুমি হে কল্যানময়ী   
উৎফুল্ল নয়নে তাই অপার বিস্ময়

আপনার শিস্য হবার ছিল কৌতূহল

অসৎ অভিসন্ধি ভাবা সমুচিত নয়

 

উর্বশী
পুরুবংশীয় পুত্রগণ তপবলে বলি  
স্বর্গপ্রাপ্ত হয়ে তাঁরা আমাদের সাথে

ক্রিড়া কৌতুক মাতে অমর কাননে

তোমার পৌরুষ আর প্রতিভা প্রভাবে  
অভিভূত, কামাশক্ত জর্জরিত আমি

আমাকে গ্রহণ করো, ধৌত করো তুমি
দুহাতে লুন্ঠন করো স্বর্গের সুধারে।

 

অর্জুন  
সত্য কথা বলছি শুন ও হে বারাঙ্গনা
দিগ্বিদিক দিকপালেরা করুন শ্রবণ

কুন্তি, মাদ্রি শচীর ন্যায় উর্বশীও মাতা

আমার পরম গুরু পরম রক্ষনীয়
নতশিরে আমি তাঁকে প্রনিপাত করি

শান্তচিত্তে স্বস্থানে করুন প্রস্থান

 

উর্বশী
হে অর্জুন, হে কৌন্তেয়, হে ধনুর্ধারী

অনঙ্গ মদনবাণে  প্রপীড়িতা আমি

ত্রিদশাধিপতি ইন্দ্রের ঈপ্সিত আজ্ঞায়
হয়েছিলাম অভিসারিকা তোমার আশায়

কী লাভ পুরুষত্বে বল, কী লাভ ধরায়  
যে অক্ষম এক নারীর পুরাতে বাসনা

কী লাভ সেই পুরুষত্বে, কী লাভ ধরায়

অভিসারিকা নারীকে যে আশাহত করে

ক্লীব তুমি, ভীরু তুমি, তুমি কাপুরুষ

স্ত্রীগ্ণ মধ্যে থেকেও হবে নপুংসক।

মানহীন, বীর্যহীন ষণ্ডের জীবন

বৃহন্নলারূপে করো বর্ষ যাপন

 

অর্জুন 

দাও যতঅভিশাপহেবরাননে
মাতারসম্ভ্রমযেনথাকেঅবিচল
কিছুতেভুলিনাযেনমর্তলোকসুধা

মর্তনীতি, মর্তস্মৃতি, মর্তপ্রীতি যত    
মায়েরনিভৃতকোলস্নেহঘনছায়া

চাইনাস্বর্গসুধা অনঙ্গ বাসনা

চাইনা ভাসাতে দেহ বিলাস ব্যাসনে

প্রণিপাত করি মাতা করো প্রস্থান

অভিশপ্ত অর্জুন রবে বিস্মিতের দলে।   

 



Viewing latest article 23
Browse Latest Browse All 104

Trending Articles


দুই বন্ধুর এক রাতের জন্য বউ বদল করল, একজনের রাত


যৌন মিলনের চারটি নিয়ম (যৌন মিলনের টিপস)


ଆଣ୍ଟୀଙ୍କ ବିଆରେ ମୋର ବାଣ୍ଡ ଭର୍ତ୍ତିକରି ଗେହିଁଲି – Aunty Nka Biare Banda Bharti...


মন খারাপ? খোঁজ সোনাগাছিতে


বিশ্ব মানবাধিকার দিবসে প্রকাশ্যে আসতে চলেছে মালতীর লড়াইয়ের ঝলক


স্বামী বন্ধুদেরকে নিয়ে স্ত্রীর সাথে গ্রুপ সেক্স করতে চায়!!!


নায়লা আর উদাসীন এর বাসর রাতের গল্প [২২+]


কায়সার হকের রম্য কবিতা- “ওড অন দ্য লুংগি”


ଭଡ଼ାଘର ମାଲିକ ଝିଅର ଗରମ ବିଆ କୁ ମୋର ମୁଶଳ ବାଣ୍ଡ – Bhadaghara Malika Jhia Garam Bia...


শব্দের তাপ – তাপের শব্দ পর্ব ১: বেন এ্যাণ্ড জেরীর ‘সবুজ’ রেফ্রিজারেটার